আমাদের সম্পর্ক


সকল  বাংলা ভাষী সনাতনীদের বেদান্তবাদ- বেদ অনুসারি অবস্থানকে স্বাগতম। সনাতন ধর্মের ইতিহাস, সনাতন ধর্মের বিভিন্ন প্রশ্ন ও উত্তর, ধর্মীও রীতি-নীতি, বেদ-উপনিষেদ-ভগবদগীতা এর উপর জোর দিয়ে আমরা আপনাদেরকে সবচেয়ে সেরা বিষয় গুলো তুলে ধরার চেষ্টা করি ও চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কিছু দিনের মধ্যেই আমাদের বেদান্তবাদ- বেদ অনুসারি ওয়েব সাইটটি, সের ১০টি ওয়েব সাইটের মধ্যে একটি হয়েছে।

এই ওয়েব সাইট টি প্রতিষ্ঠিতর মুল কারন হলো বর্তমান মানুষ মোবাইল ও অন্যান্য ডিভাইস ব্যবহারের ফলে ধর্মীও বই বা গ্রন্থ্যগুলো পড়ার তো দুরের কথা এমনকি খুলেও দেখে না। সেই সব বই বা গ্রন্থ্যগুলোর মুল বিষয় মোবাইল বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে অল্প সময়ে কিছুটা হলেও জানতে পারে সেই লক্ষে আমাদের বেদান্তবাদ- বেদ অনুসারি ওয়েব সাইট।

আপনার যদি কোনও প্রশ্ন বা মন্তব্য থাকে তবে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।

যদি আমাদের ওয়েব সাইট একটুও ভালো লেগে থাকে তাহলে ভুলবেন না যথেষ্ট চেস্টা করবো ভালো লাগের জন্য এবং আমাদের ওয়েব সাইটের যেকোন পোস্টের লিং আত্মীয়-স্বজন ও সহপাঠীর নিকট শেয়ার করবেন।

জয় ধর্ম প্রচার, জয় গীতা,

হরে কৃষ্ণ

বিনীত,

বেদান্তবাদ-বেদ অনুসারি

(কৃষ্ণ বিশ্বাস)

Contact: 01773828603

Address: Madargonj, Nageshori, Kurigram

Development



Supporter

Sadhon & Sontosh


বেদান্তবাদ-বেদ অনুসারি ব্যবহারঃ

 বেদান্তবাদ-বেদ অনুসারি ওয়েবসাইটে একটি নির্দিষ্ট ধর্মীও বিষয় খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় কী?

 উত্তরঃ প্রতিটি পৃষ্ঠার শীর্ষে অনুসন্ধান বারটি ব্যবহার করুন (একটি নির্দিষ্ট বাক্যাংশ অনুসন্ধান করতে, আপনি এটি উদ্ধৃতি চিহ্নগুলিতে রাখতে পারেন: " https://krishnabishwas24sonatonbd.blogspot.com/")

সার্চ বারের নীচের বর্ণমালা ব্যবহার করে বর্ণানুক্রমিকভাবে ধর্ম বিষয় এবং অধ্যায় অনুসন্ধান করুন।

নেভিগেশন বারে "ধর্ম শাস্ত্রনিয়ম বিধি" তালিকাটি দেখুন।

আপনি নির্দিষ্ট বিষয়বস্তুর উপর ভিত্তি করে অনুসন্ধান ফলাফল ফিল্টার করতে পারেন।

আমি কিভাবে একটি বিষয়ের মধ্যে নেভিগেট করতে পারি?

উত্তরঃ একটি পৃষ্ঠায় সাবটপিক্স (যেমন " নিয়ম বিধি") খুঁজে বের করার জন্য বেশ কয়েকটি বিকল্প রয়েছে।

আপনি পৃষ্ঠাটি নিচে স্ক্রোল করতে পারেন অথবা

আপনি বাম নেভিগেশন বারের সাবটপিক -এ ক্লিক করুন

আমি কিভাবে সম্পর্কিত বিষয় পেতে পারি?

উত্তরঃ একটি নির্দিষ্ট পৃষ্ঠার সাথে সম্পর্কিত বিষয়গুলি খুঁজে পেতে (যেমন একই অধ্যায়ে বিষয়গুলি), আপনি একটি অনুরূপ কাজ করতে পারেন।

বাম নেভিগেশন বারে - এ সংশ্লিষ্ট বিষয়ে ক্লিক করুন আপনি পৃষ্ঠার নিচে স্ক্রোল করুন এবং আগের টপিকে যাওয়ার জন্য বাম তীর বা "আগ্রহের বিষয়" শিরোনামের বিভাগের আগে পরবর্তী বিষয়ে যাওয়ার জন্য ডান তীর ক্লিক করুন।

যোগাযোগঃ

বিশেষ প্রয়োজনে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে, টিউটার পেজে যোগাযোগ করুন। (পেজের নামের উপর ক্লিক করুন)

I will keep posting more important posts on my Website for all of you. Please give your support and love.

Thanks For Visiting Our Site

Post a Comment