সনাতন ধর্ম সার্বজনীন কেন?

সার্বজনীন

সনাতন ধর্ম সার্বজনীন কেন? সনাতন ধর্ম সাবাজনীন পৃথিবীর সকল প্রাণীর জন্য।বিভিন্ন মত পথ রয়েছে কেউ সাকার উপসনা করে, কেউ নিরাকার উপসনা করে অথবা কেউ দেবদেবীর উপসনা করে।কিন্তু এরা কেউ সনাতন ধর্মের বাহিরে নয়।সনাতন ধর্মের খাদ্য পৃথিবীর সকল মানুষের জন্য,শাক-সবজি,দুধ-কলা,কেউ বলতে পারবে না যে আমি খাই না। আমরা প্রার্থনা করি সকল প্রাণীর জন্য-

সর্বে ভবন্তু সুখিন : সর্বে মন্তু নিরাময়।

সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভাগবেৎ।।

“পৃথিবীর সকলেই সুখী হোক,সকলেই নীরোগ হোক,সকলেই যেন কল্যাণ বোধ করে কেউ যেন দুঃখ ভোগ না করে।”

Read more
গাভীকে কেন মা বলা হয়? Click

সাধক সাধকেই সে সাধারণ মানুষের থেকে অনেক উপরের স্তরের।তার কাছে কোন জাতি ধর্ম কুল বিচার থাকে না। সে যে ধর্মেরই হোক ঠিক ঠিক ভাবে পালন করলে ঈশ^রকে সে অবশ্যই লাভ করবে।ঠাকুর অনুকুল “একজন খাঁটি হিন্দু, খাঁটি মুসলিম,খাঁটি খ্রীষ্টান,খাঁটি বুদ্ধের কোন পার্থক্য নেই।” যারা খাঁটি নয় তাদের নিয়েই সমস্যা তারা আমার টা বড় আমার টা বড় বলে মারামারি হানাহানি করে।কিন্তু যে খাঁটি সে যে ধর্মের হক না কেন তাদের বড় ধর্মের কথা মাথায় আসে না।আমাদের সবার খাঁটি হতে হবে, জ্ঞানের দিক থেকে চরিত্রের দিক থেকে তবেই আমরা কাঁধে কাঁধে হাত রেখে এগিয়ে যেতে পারবো

গীতায় (৬/৩২) ভগবান বলেছেন, “যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখের অনুরুপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী।”আমাদের আজ সর্বজীবে দয়া কোথায় আমার পশু হত্যা , নরহত্যা নিয়ে ব্যস্ত রয়েছি। কিন্তু আমরা নিজ ধর্মের শান্তির বাণী কেবল প্রচার করে যাচ্ছি।গীতায় (৪/১১)বলা হয়েছে, “যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পন করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কার করি।হে পার্থ! সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে।”

সনাতন পাঠক সনাতন দা এর আড্ডা সনাতন ধর্ম গ্রহন সনাতন ধর্মের বাণী সনাতনী বিতর্কের বিষয় সনাতন ধর্মের প্রবর্তক কে সনাতনী বিতর্কের নিয়ম সনাতন শব্দের অর্থ সনাতন শব্দের অর্থ কি সনাতন চক্রবর্তী সনাতন পাঠক কার ছদ্মনাম সনাতন ধর্মের বই

বাইবেলে (১ করিন্থীয়/১০/৩২) বলা হয়েছে, “কি যিহুদী , কি গ্রিক,কি ঈশরের মন্ডলি, কাহারও বিঘ্ন জান্নাইও না।”

ত্রিপিটক (সংযুক্ত নিকায়) বলা হয়েছে, “শত্রতার দ্বারা শত্রুতা বৃদ্ধি পায়, মিত্রতার দ্বারাই শত্রুকে চিরতরে ঘায়েল করা যায় ।” “এটাই চিরন্তন ধর্ম।” 

Read more
ধর্মের সৃষ্টি কোথায়? Click

পৃথিবীতে আমদের এত উপসনালয় কারণ আমরা যেন প্রতিযোগিতার মাধ্যমে সৃষ্টিকর্তা বা ভগবানকে ডাকি,প্রতিযোগিতা ভালো কিন্তু প্রতিহিংসা ভালো না। হিন্দুু শিশু সহিষ্ণু ও আদর্শ মানবতাবাদী হয়ে ওঠে। আমাদের পরিবার আমাদের সমাজ আমাদেরকে শেখায় তেমরা স্থির হও,সংযম হও, সকল জীবকে ভালোবাস,সকল জীবের সেবা করো, মারামারি হানাহানি কর না।তাই তো দেখা যায় হাজারো অত্যাচার নির্যাতন হওয়ার পরেও মুখ বুঝে সহ্য করে।সকলের ভালোবাসাই সর্বোত্তম, সে যে জাতী,বর্ণের হোক।আমি আমারটাই পালন করবো এটাই স¦াভাবিক আর অন্য ধর্মের আক্রমণ থেকে বিরত থাকবো।

“ঈশর সর্বোত্ব বিরাজমান” এই যে জ্ঞান,বোধ,এটাই সর্বজনীন।

সনাতন পাঠক

সনাতন দা এর আড্ডা

সনাতন ধর্ম গ্রহন

সনাতন ধর্মের বাণী

সনাতনী বিতর্কের বিষয়

সনাতন ধর্মের প্রবর্তক কে

সনাতনী বিতর্কের নিয়ম

সনাতন শব্দের অর্থ

সনাতন শব্দের অর্থ কি

সনাতন চক্রবর্তী

সনাতন পাঠক কার ছদ্মনাম

সনাতন ধর্মের বই


Post a Comment

নবীনতর পূর্বতন