রাশিফলঃ ১৪২৯ও ২০২২-২০২৩ ইং


রাশি অনুসারে নামের আদ্যক্ষর নির্ণয়:

মেষ

, ,

বৃষ

,,,,

মিথুন

, , ,

কর্কট

,

সিংহ

,

কন্যা

, , ,

তুলা

,

বৃশ্চিক

,

ধনু

, , , , ,

মকর

,

কুম্ভ

, , ,

মীন

, , , ,

এই বছরের ব্যক্তিগত রাশিফল (প্রতিকার সহ)

মেষরাশি

মেষরাশি- এই বৎসর এই রাশির জাতক-জাতিকারা স্বাস্থ্যের কারণে প্রবল উদ্বেগ ভুগতে পারেন। ব্যবসায় লাভ-লোকসান দুইটাই চলবে। চাকরীতে পদের উন্নতির জন্য সংসারে আয় বৃদ্ধি পাবে পিতা-মাতা বা গুরুস্থানীয়ের সাস্থ্য সম্পর্কে চিন্তার কারণ থাকবে। কর্মক্ষেত্রে আশানুরূপ সুনাম বৃদ্ধি পেতেগুপ্ত শত্রুর উদ্ভব ঘটবে। নতুন সম্পত্তি লাভের যো দেখা দেবে। নতুন শিক্ষালাভের যো দৃষ্ট হয়। কম্পিউটার শিক্ষার্থীদের পক্ষে বিদেশ ভ্রমণের যোগ। পরিবারে শান্তি বজায় থাকবে। ভ্রাতা-ভগিনীর সাথে সামান্য মতবিরোধ দেখ দেবেসরকারী চাকুরীজীবীদের ভ্রমণযো র্ত্তমান।  বিবাহের যোগ দৃষ্টি হয়। লটারিতে প্রাপ্তির যোগদাম্পত্য জীবনে মাঝে মধ্যেই নাত্তর দেবে। ধর্মাচরণে নানা বিঘ্ন দেখা দেবে। আওন বা বিদ্যৎ থেকে সতর্ক থাকতে হবে। সন্তানদের আচরণে মানসিক পীড়া দেখা দিবে। শুভ বারমঙ্গলবার। শুভ তারিখ- , , ১৬শুভ সংখ্যা- ৭। শুভ ধাতু-তামা।শুভ মুল-বিদ্যাদ্বারক ও বামনহাটি। শুভ রত্ন-পীত পোখরাজ মুক্তা। অশুভ মাস -, , ১১

আরোও জানুনঃ
চুলপড়ার ১৫ টিকারণঃ এখানে ক্লিক করুন
হাঁপানি থেকে মুক্তির উপায়ঃ এখানে ক্লিক করুন
উচ্চরক্ত চাপ নিয়ন্ত্রণ ও চিকিৎসাঃ এখানে ক্লিক করুন

বৃষরাশি
বৃষরাশি- এই বৎসর জাত-জাতিকাদের অনেক আকস্মি নার সম্মুখীন হতে হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি, ব্যবসায়ীকদের আর্থিক উন্নতি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষাথে বিদেশ যাত্রার যো দেখা দেবে। তবে এবছর কাউকে মিথ্যা প্রতিশ্রতি দেবেন না। মামলা-মোকদ্দমা যেকোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে অনায়াসে সফলতা আসবে। বিবাহের ক্ষেত্রে শুভ র। শারীরিক ষ্ট যেমন যৌনাঙ্গের পীড়া, চর্মরো পেটে সস্যায় ভুগতে হতে পারে। কারো অপ্রত্যাশিত সাহায্য পেতে পারেন। পিতা-মাতার শরীর ভালো যাবে না। মে মাসের পর কোনো গুরুজন বিয়ো বছরের মাধ্যভাগে দুর্ঘটনার যোগ। বেকারদের চাকরি পাওয়ার শু বছর। স্থাবর সম্পত্তি পৈত্রিক সম্পত্তি নিয়ে চলতে থাকা বিবাদ   বছর মিটে যাওয়ার সম্ভাবনা। বড় ঠাকুরের বীজমন্ত্র (শনি) জপে শুভ হবে। শুভ বার-শনি। শুভ তারিখ, , , ১৩ ২০। শুভ সংখ্যা- | শুভ ধাতু-সীসা। শুভ মুল- শ্বেতাবেড়েলা। শুভ রত্ন-অপরাজিতা নীলা। শুভ মাস- , , ১২।

মিথুনরাশি
মিথুনরাশি- র্ত্তমান বৎসরে শরীর মোটেই ভালো যাবে না। দাঁতের যন্ত্রণা, চর্মরো, আঘাতপ্রাপ্তি, রক্তপাত প্রভূতির  কারণে ষ্টলাভ যোগ দৃষ্ট হয়। উপকারী ন্ধু লাভ যো দৃষ্ট হয়। লেখাপড়ায় নোযোগী হলে রীক্ষায় ভালো ফল লাভের আশা দেখা যায়। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। শ্রাবণ মাসের পরে পিতার শরীর নিয়ে উদ্বেগ। সন্তানরা শিক্ষাক্ষেত্রে ভালো ফল লাভ করবে। লটারীতে প্রাপ্তিযো দৃষ্ট হয়। দূর ভ্রমণের যো দেখা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যো দেখা যায়। ব্যবসায় নতুন কোনো ঝুঁকি নেবেন না বিপদে পড়ে যাবেন। র্থিক ভাবে বছরটা খুব সাবধানে থাকবেন। শুভ বার-বুধবার। শুভ তারিখ- , , ১১ ১২। শুভ সংখ্যা- ৯। শুভ ধাতু-তামা। শুভ মুল-অনম্ভ অশ্বগন্ধা। শুভ ত্ন-রক্তমুখী প্রবাল ক্যাটআই। অশুভ মাস-, , ১২।

কর্কটরাশি
কর্কটরাশি- বছরের শুরু থেকেই স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে। লিভারের সমস্যা, টাইফয়েড জ্বর-জ্বালা আপনাদের ভোগাবে। জুন মাসের পর আস্তে আস্তে ভালো দিকে যাবে। তবে সারা বছরই স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন জুন মাসের পর থেকে অর্থ উপার্জন হবে। লেখাপড়ায় বছরের মধ্যভাগ অর্থাৎ কার্তিক মাস থেকে বাধা  আসবে। ব্যবসায় রাজনৈতিক কারণে টাকা পয়সার অপব্যবহার হতে পারে। পারিবারিক জীব মোটামুটি যাবে। পিতা-মাতার স্নেহ ভালোবাসা পেলেও ভাইবো থেকে মানসিকভাবে কষ্ট পাবেন। ব্যাঙ্ক, বীমা, কৃষি বাণিজ্য বিভাগে কর্মরত ব্যক্তিদের বছরটি শুভই যাবে। লটারীতে অর্থপ্রাপ্তির যোগ দৃষ্ট হয়। শুভ বার -রবি সোম। শুভ তারিখ- , ১৫। শুভ সংখ্যা-, ১০ শুভ ধাতু-রূপা গুচ্ছ মূল-অনন্ত, অশ্বগন্ধা শ্বেতচন। শুভ রত্ন- প্রবাল কার্টসআই। অশুভ মাস-, ১২।
আরোও জানুনঃ 
মানসিক চাপ, অশান্তি দূর করার উপায়:এখানে ক্লিক করুন 
ঘুম না আসার কারণ ও প্রতিকার:এখানে ক্লিক করুন 
মস্তিষ্ক ঠিক রাখার উপায়:এখানে ক্লিক করুন 

সিংহরাশি
সিংহরাশি- বছর জাতক-জাতিকারা কেরিয়ারের দিক দিয়ে সফলতা পাবে। আর্থিক ক্ষেত্র মজবুত হবে। বছর চাকুরী প্রার্থীদের সময়টা বিশেষ ভালো যাবে। প্রেম এবং বৈবাহিক জীবনে শান্তিশৃঙ্খলা বজায় থাকবে। কর্মক্ষেত্রে  পরিশ্রমের ফলে সাফল্যের দিকটা প্রশস্ত হবে। বিদ্যার্থীদের জন্য বছরটি সফলতায় বলা যায়। যার ইলেক্ট্রনিক্স, কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে পড়াশোনা যারা করছেন তারা সফলতা পাবেন। দাম্পত্য জীবনে বছরের ওটা ভালো গেলেও মাঝে মধ্যে কলহ মনান্তর ঘটব বন্ধু থেকে সাবধানে থাকতে হবে।বুদ্ধি ভুলে বিশেষ কোনো ক্ষতির সম্ভাবনা। অবিবাহিতদের বিবাহের যো প্রবল। ব্যবসায়ীদের কার্তিক মাসের ভালো-মন্দা চলবে। সন্তানদের স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে বিব্রত করবে। গুরুস্থানীয় ব্যক্তির জীবনাবসান হতে পারে। জাতক-জাতিকারা বায়ু, পিত্ত, শিরঃপীড়া চক্ষুরোগের কারণে দৈহিক ক্লেশ বৃদ্ধি পাবে। শুভ বা-রবি শুক্র। শুভ তারিখ-, , ১১ ১৭ শুভ সংখ্যা-, , শুভ ধাতু- লোহাশুভ মুল- -বিল্ব ও  শ্বেতচন্দন। শুভ রত্ন- চুনী গোমেধ অশুভ মাস-, ১০

কন্যারাশি
কন্যারাশি- বর্তমান বছরে পারিবারিক কিছু সমস্যা আত্নীয়স্বজনের কারণে দুশ্চিন্তা উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। ব্যবসায় বড় ধরনের আর্থিক লাভবান হবার সম্ভাবনা কম। পুনরায় অর্থ বিনিয়ো করার আগে ভাভাবে  চিন্তাভাবনা করে নেবেন। বছর স্বাস্থ্য ভালো যাবে না। রক্তচাপ বৃদ্ধি, পেটের রোগে মাঝে মধ্যে ভুগতে পারেন। কর্মস্থলে কোনো এক বন্ধু বিশেষভাবে পিছনে লাগতে পারে, তবে ভয়ের কোনো কারণ নেই। স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল থাকবে। লটারীতে প্রাপ্তিযোগের আশা আছে। অবিবাহিত জাত-জাতিকাদের বছবিবাহের যো কম। আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। অ্যাকাউন্টস, ব্যাঙ্ক ইত্যাদিতে যারা কর্মে লিপ্ত আছেন তাদের উন্নতির যো দৃষ্ট হয় পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে চিন্তা। উচ্চশিক্ষা লাভ যো দেখা যায়। ডিসেম্বরের মাঝামাঝি ভ্রমণযো দৃষ্ট হয়। শুভ বার-বৃহস্পতি শুক্র। শুভ তারিখ-, ১৪, ২০ ২৫। শুভ সংখ্যা-, , ১১। শুভ ধাতু-পান্না। শুভ মূল-বিদ্যাদ্বার শ্বেতবেড়েলা শুভ রত্ন-বসেরাই মুক্তা অপরাজিতা নীল। অশুভ মাস-, ১১।

তুলারাশি
তুলারাশি- শরীর স্বাস্থ্য চলনসই। যারা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের এবছর ভুগতে হবে। পড়াশোনায় উন্নতি বে খুব ধীর গতিতে। শেয়ার ব্যবসা মোটামুটিভাবে চলিবে। পুরনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে প্রতির সম্পর্কের উন্নতি। উপার্জন চলনসই। তবে অপরিকল্পিত ব্যয়ের ফলে মানসিক অস্থিরতা বৃদ্ধি। বেকারদের কর্মলাভ যো দেখা যায়। দাম্পত্য সম্পর্ক অটুট থাকবে। সন্তানের সাফল্যে গর্ববোধ। লটারীতে লাভযোগ। মায়ের স্বাস্থ্য নিয়ে মানসিক চিন্তা। যেসব ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যেতে চান তারা সফল হবেন। কোনো জটিল রোগে স্ত্রীর কষ্ট পাবার যো দৃষ্ট হয়। বছরের শেষে গুরুস্থানীয় ব্যক্তির জীবনাবসান হবে। শুভ বার-বুধ শনি। শুভ তারিখ- ১৬, ২৪, ২৭ ২৯। শুভ সংখ্যা- , , ১৩ ১৫ শুভ ধাতু—তামা শুভ মূল- বিল্ব বামনহটি শুভ রত্ন- চুনী পোখরাজ। অশুভ মাস-, ৮।

আরোও জানুনঃ
চোখের ছানি হলে করনীয়: এখানে ক্লিক করুন
মস্তিষ্ক ঠিক ঠান্ডা রাখার উপায়ঃ এখানে ক্লিক করুন
পিঠ ব্যথা-কারণ সমূহ ও ঘরোয়া চিকিৎসাএখানে ক্লিক করুন

বৃশ্চিকরাশি
বৃশ্চিকরাশি- বর্তমান বৎসরে জাতক-জাতিকার শিরঃপীড়া, উচ্চরক্তচাপ জনিত সমস্যা, ছোটোখাটো রোগব্যাধি পিত্তজ র্ম্মজ কিছু রো অল্প-স্বল্প কষ্ট দেবে সারা বছর। কোনো এক বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন। পিতার স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো থাকলেও মাতার স্বাস্থ্য মোটেই ভালো যাবে না। পত্নীর স্বাস্থ্য  মোটামুটি থাকবে। দাম্পত্যে শান্তি প্রায়ই বিঘ্নিত হবে। আয় ভালো হবে। বিদ্যাচর্চায় এবছর সুফল লাভের যো বিদ্যমান। চাকুরীক্ষেত্রে দায়দায়িত্ব বাড়বে। যারা চাকুরীর জন্য চেষ্টা করছেন তাদের চাকুরীপ্রাপ্তির যোগ। বিবাহে ইচ্ছুক পাত্রপাত্রীর এবছর বিবাহের যোগ দৃষ্ট হয়। প্রয়োজনের অতিরিক্ত ব্যয় হবে। লটারিতে প্রাপ্তিযো আছে। শুভ বার- মঙ্গল বৃহস্পতি। শুভ তারিখ- ১২, ১৭ ২৯। শুভ সংখ্যা- , শুভ ধাতু- সোনা। শুভ মূল- অনম্ভ বামনহাটি। শুভ রত্ন- প্রবাল পোখরাজ অশুভ মাসি- , , ১১।

ধনুরাশি
ধনুরাশি- বর্তমান বছরটি এই রাশির জাতক-জাতিকার পক্ষে শুভাশুভ মিশ্রফল লাভের বছর বলা যায়। র্থোপার্জন ভালো হবে। সে তুলনায় ব্যয় কম হবে কাজেই সঞ্চয় হবে বেশ ভালোই। পূর্বের কোনো ঋণ পরিশো করা সম্ভব হবে। বছরের প্রথমার্দ্ধে শরীর খুব একটা ভালো থাকবে না, মাঝে মাঝেই বাত, শ্লেষ্ম, হাঁটুর ব্যথায় কষ্ট। দেবে বলে মনে হয়। বছরের শেষভাগে শারীরিক উন্নতি হবে। বিদ্যালাভে সামান্য বিষ্মযো থাকলেও লেখাপড়া পরীক্ষার ফল আশানুরূপই হবে। ভাই-বোনদের সঙ্গে দ্ভা না থাকারই সম্ভাবনা বেশি। সম্পত্তি জনিত কারণে তাদের সঙ্গে বিবাদ চরম আকার ধারণ করবে। পিতার স্বাস্থ্যের অবনতি হবে। মাতার স্বাস্থ্য চলনসই থাকবে। ব্যবসায় চলনসই হবে। কোনো লগ্নী করার আগে ভালো-মন্দ চিন্তাভাবনা করা প্রয়োজন। দুর্গা শিবনাম জপে ভালো ফল পাওয়া যাবে। শুভ বার- বৃহস্পতি রবি। শুভ তারিখ- ১১, ১৫ ২৫। শুভ সংখ্যা- ৬। শুভ ধাতু- রূপা। শুভ মূল- বিল্ব, বামনহাটি অনন্তমূল। শুভ রত্ন- চূণী, টোপাজ বা পোখরাজ এবং প্রবাল। অশুভ মাস-  , , ৯।

মকররাশি
মকররাশি- ভাগ্যোন্নতির পক্ষে বর্তমান বছরটি বিশেষভাবে জাতকের সহায়ক হবে। বছরে আপনার যশ, মান, অর্থ প্রতিষ্ঠালাভের যো দৃষ্ট হয়। বছর আয় বেশি ব্যয় কম হবে। উচ্চশিক্ষা লাভের জন্য স্থানান্তর হতে পারে। সন্তানদের বিদ্যালাভে মাঝে মধ্যে বিঘ্ন ঘটলেও পরীক্ষার ফলে বিঘ্ন ঘটবে না। সন্তানদের দেহপীড়া মাঝে মধ্যে চিন্তায় ফেলবে। বছর কর্মহীনের কর্মপ্রাপ্তির যো এবং কর্মরত ব্যক্তির পদোন্নতির যো দেখা যায়। বাতরো, নেত্ররো, শ্লেষ্মঘটিত রো মাঝে মধ্যে জাতককে কষ্ট দেবে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ তো কাজ করলে ভালো হবে। বছরের শেষদিকে শত্রুরা সক্রিয় হয়ে উঠবে। পিতার স্বাস্থ্য ভালো থাকবে। মাতার স্বাস্থ্যের অবনতি হবে। র্ম্মীয় কাজে অনেক বাধাবিঘ্ন আসবে তবে লেগে থাকলে সাফল্য আসবে। ইষ্টমন্ত্র জপে সবচেয়ে ভালো হবে। শুভ বার- শুক্র শনি। শুভ তারিখ- , ১৮ ২৬ শুভ সংখ্যা- ১২। শুভ ধাতু- সীসা। শুভ মূল-  রামবাসক শ্বেতবেড়েলা। শুভ রত্ন- হীরা অপরাজিতা নীলা। অশুভ মাস- , , ১১।
আরোও জানুনঃ
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও চিকিৎসাঃ এখানে ক্লিক করুন 
চুল পড়ার ১৫টি কারণঃ এখানে ক্লিক করুন 
শ্বাস নেওয়ার সময় বুক ব্যথার কারণঃ এখানে ক্লিক করুন 

কুম্ভরাশি
কুম্ভরাশি- বর্তমান বছরে জাতক-জাতিকার শরীরে রো লেগে থাকবে। বায়ু, রক্তচাপবৃদ্ধি, আমাশয়াদি উদর পীড়া, মুত্রাশয়ঘটিত রো, বাতরো প্রভৃতি শারীরিক রো লেগেই থাকবে। আয় ভালোই হবে তবে ব্যয় কিছু বেশি হলেও সঞ্চিত অর্থের পরিমাণ ভালো হবে। ব্যবসায় জটিলতা সৃষ্টি হলেও উপার্জন ব্যাহত হবে না। ভূমি ক্রয়বিক্রয়, গৃহনির্মাণে প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ে ব্যক্তিগণ লাভ করবেন। চাকুরীতে উন্নতিরযো দৃষ্ট হয়। সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে। সন্তানদের বিবাহ সংক্রান্ত বিষয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। পিতার শরীর ভালো যাবে না। মায়ের শরীর ভালো থাকবে। শত্রু হতে সাবধানে থাকবেন। পত্নীর স্বাস্থ্য অল্প-স্বল্প খারাপ হবে। ভ্রমণযো আছে। শুভ বার- শনি শুক্র। শুভ তারিখ- , ৮। শুভ সংখ্যা- ৯। শুভ ধাতু- লোহা সীসা শুভ মূল- অনন্ত, শ্বেতবেড়েলা শ্বেতচন্দন। শুভ রত্ন- ইন্দ্রনীল গোমেদ। শুভ মাস- , , ৮।

মীনরাশি
মীনরাশি- বর্তমান বছরটি জাতক-জাতিকার পক্ষে শুভ বছর। আয় বেশ ভালো হবে ব্যয় অতি সামান্যই হবে, তাই সঞ্চয় যথেষ্টই হবে। জাতক-জাতিকাদের আর্থিক স্বচ্ছলতা থাকবে। শিল্পী, আইনবিদ, শিক্ষক কারিগরী শিল্পে নিযুক্ত ব্যক্তিদের আয় বৃদ্ধি পাবে। সন্তানদের শরীরে অল্পস্বল্প সমস্যা থাকবে। বিদ্যালভে সাফল্যের যোগ। পিতা-মাতার স্বাস্থ্যভঙ্গ আচরণ জাতক-জাতিকার মন ভারাক্রান্ত করবে। ভাইবোনদের সঙ্গে সম্পর্কের অবনতি হবে। আত্মীয়বর্গের সঙ্গে সদ্ভাব ক্ষুগ্ন হবে। শত্রুরা বছর অনিষ্ট করতে পারবে না। প্রতিবেশীর সঙ্গে পুরোনো শত্রুতা সহসা বাড়বে। তবে বছরের শেষের দিকে ওই শত্রুতার অবসান হবে। শুরু লাভ হবে।ধর্ম্মীয় ব্যাপারে বিঘ্ন সৃষ্টি হলেও ধৰ্ম্মকর্মে মনোযোগী হওয়ার চেষ্টা করা একান্ত কর্ত্তব্য পত্নীর পূর্বসৃষ্ট কোনো রো নিরাময়ের জন্য কিছু অথব্যয় হবে। বিবাহযোগ্যা কন্যার বছর বিবাহের যো প্রবল। ভ্রমণযো প্রবল এবং পিতা-মাতাকে সঙ্গে নিয়ে নিয়ে ভালো হবে। শুভ বার- মঙ্গল বৃহস্পতি শুভ তারিখ- , , ১৮ ২১। শুভ সংখ্যা- , ৭। শুভ ধাতু- সোনা। শুভ মূল- ক্ষিরকা, অশ্বগন্ধা বামনহাটি। শুভ রত্ন- মুক্তো, ক্যাট গোখরাজ অশুভ মাস- ,

রাশিসমূহ

রাশিসমূহের আয়-ব্যয়-স্থিতি নির্ণয়ঃ

রাশি

আয়

ব্যয়

স্থিতি

মেষ

১১

বৃষ

মিথুন

-

কর্কট

সিংহ

কন্যা

-

তুলা

বৃশ্চিক

১১

ধনু

মকর

১১

কুম্ভ

১১

মীন

আরোও জানুনঃ
উচ্চ রক্তচাপ - কারণ, লক্ষণ, প্রতিরোধঃ এখানে ক্লিক করুন
মস্তিষ্ক ঠিক ঠান্ডা রাখার উপায়ঃ এখানে ক্লিক করুন 
চুলকানি - চর্মরোগ উপশমঃ এখানে ক্লিক করুন 

Post a Comment

নবীনতর পূর্বতন